Ads

বরষার গল্প

প্রিয় বান্ধবী
ঝুম বৃষ্টি হচ্ছে বাহিরে। আফসোস করছিলাম কেনো আজ আগে সাওয়ার নিলাম । এমন বৃষ্টি মিস করতে হয় না। রান্না করছিলাম আর তোমার কথা ভাবছিলাম অনেক দিন কথা বলা হয় নি তোমার সাথে। সেদিনের ফোনটাও ধরতে পারিনি সময়ের অভাবে। কাকতালীয় ভাবে তোমার ফোন…….
ভালবাসাগুলো এমনি হয় বান্ধবী। ভালবাসি তোমাকে। কি হয়েছে না হয়েছে শুনতে চাই না।যখন বলতে ইচ্ছে করবে তখন বলো। শুধু বলবো হেরে যাবো বা ছেড়ে দিবো সব কিছু তাই বলে কিন্তু এতোটা পথ পাড়ি দিই নি আমরা । আমাদের জীবনে শুধু কম্প্রোমাইজ ছিলো তা কিন্তু না ভালবাসা ও ছিলো অনেক।আমরা ভালবেসে সংসার করি। হাউজ ওয়াইফ হয়ে বেঁচে থাকি নিজ হাতে কিছু দক্ষ কারিগর গড়াবো বলে।
কি করবে না করবে! সব ছেড়ে ছুঁড়ে চলে যাবে কি যাবে না! এসব পরে ভেবো ।তোমার ঢাকায় কি বৃষ্টি হচ্ছে? তাহলে ছাদে চলে যাও ইচ্ছে মতো ভেজো। মন খুলে ভেজো। আপত্তিকর যতো কথা শুনেছো তা যেনো ধুয়ে মুছে চলে যায় মন থেকে। মনকে ভেজাও বৃষ্টির নিষ্পাপ পানিতে।
শুদ্ধ হও ঠিক ততোটা, যতোটা হলে অন্যায় কথা বলার কেউ সাহস পাবে না।
কঠিন হও ততোটা, যতোটা কঠিন দৃষ্টি হারিয়ে দেয় খুব সহজে প্রিয়জনের ছুড়ে দেওয়া তীর্যক সব শব্দগুলো।
কান পাতো বৃষ্টির টাপুরটুপুর শব্দে । যে শব্দ তোমাকে তোমার মনের ভেতরের আমিকে জাগিয়ে দিবে নিজেকে ভালবাসার জন্য।
৪০+ এ এসে যখন নিজের ঘরটা আর নিজের মনে হয় না। যখন মনে হয় একটা ছোট্ট চাকুরীতে যে সম্মান আছে, সারাজীবন সততার সাথে করে যাওয়া নিজ হাতে তৈরী নিজের সংসারে তা নেই । তখন শুধু তোমার না? আমার, তোমার, সবার মনে হয় আমি কতোটা বোকা আমি কতোটা অসহায়! অবহেলায় হারিয়ে ফেললাম, সংসার নামক মায়ায় নিজের সবটুকু দিয়ে ফাঁকা করে ফেললাম, নিঃস্ব করে ফেললাম নিজেকে। সংসার ভালবেসে নিজের উপর অনেকটা অবিচার করে ফেললাম। এই পরন্ত বেলায় নিজের কাছে সং সাজতে হলো…
৪০+ বয়সটা খুব অদ্ভুত বান্ধবী। এই বয়সে শরীর একটু যত্ন চায় ভালবাসা চায়। আপন মানুষের হাতটা ধরতে চায় শক্ত করে পরম নির্ভরতায়। অথচ এই বয়সে এসে দেখবে এমন সব কঠিন কঠিন বিশ্বাস ভংগের গল্প গুলো আষ্টেপৃষ্টে রেখেছে তোমার চারপাশ। অনেকেই হয়তো সুখে ঘরকন্না করছে।কিন্তু ক’জন? দেখবে বেশীর ভাগ মানুষেরা মুখোশ পড়ে সুখী হবার ভান করছে। একি বিছানায় দুটো আলাদা মন নিয়ে রাতের পর রাত কেটে দিচ্ছে আবার সকালে উঠে সুখী হবার কঠিন অভিনয় করছে নিজের সাথে৷ কেউ সুখী হচ্ছে , কেউ পরে পরে মার খাচ্ছে আবার কেউ লোকলজ্জার ভয়ে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে মেনে নিচ্ছে সব অবিশ্বাসী গল্পগুলো। যেনে ভালবাসা নয় শুধু প্রয়োজনটুকু মানিয়ে চলা।
বান্ধবী আমার তোমার সবার গল্প গুলো এক। শুধু চরিত্র বদলের কারনে রঙ বদল আর কিছু না। তাই বলি যা মন চায় তাই কর। কাঁদতে ইচ্ছে হলো কাঁদো চিৎকার করে ‘ গুন গুনিয়ে গান করো, আবৃত্তি করো , অনেক দিনের প্রিয় কোন উপন্যাস পড়, আলমারি থেকে প্রিয় কোন শাড়ির ভাজ ভেংগে নিজেকে জড়িয়ে আয়নার সামনে শুধু নিজের জন্য একবার দাঁড়াও।দেখো এখনও অনেক কিছু বাকী আছে নিজেকে দেবার।
বান্ধবী পৃথিবীটা আর সবার মতো তোমার ও। এই পৃথিবীর প্রতিটি ধূলিকণা থেকে শুরু করে সব কিছুর উপর সবার যেমন অধিকার আছে তেমনী তোমার ও আছে। তোমার ও আছে ভালো থাকার সুখী হবার সবটুকু অধিকার । বুক ভরে শ্বাস নাও আর বলো ভালবাসি পৃথিবী তোমাকে ভীষণ ভালবাসি। সেই সাথে ভালবাসি নিজেকে ভীষণ……
তোমার সুহা
বিঃদ্রঃ লকডাউনের ক্রান্তিকালে ভালবাসা গুলো থাকুক যত্নে চিঠির ভাঁজে ভাঁজে। ভালবাসি তোমাকে সোনা বান্ধবী আমার
সোহানা চৌধুরী
লেখক ও গল্পকার।
আরও পড়ুন