Ads

বাংলা বানান ও একুশের অর্জন

আব্দুল্লাহ আল মামুর

বানান নিয়ে নানান কথা সবখানে শুনছি
কবে যে এর শেষ হবে তা ভেবে দিন গুনছি
‘তারাতারি’ লেখা কারো ভুল যদি বলি হায়!
মারামারি লেগে যাবে দেখি ভাব ভঙ্গিমায়।

ভুল লিখে বাড়াবাড়ি খুব বেশি চলছে
কবিতায়ও ‘বারাবারি’ লিখে মাত করছে
অামরাও হাত তালি জোরে জোরে দিচ্ছি
অামি ভুল, তুমি ভুল মজা নিয়ে লিখছি।

‘গারি চরি বারি যায়’ শুনে মাথা ঘুরছে
কেউ বলে ‘মণে’ তাঁর প্রেম ‘ঘুরি উরছে’।
‘মন’ আর ‘মণ’ কভু শব্দ কি এক হয়?
কত ‘মণ’ দিলে শুনি বলো এই ভাব হয়।

ভাষা নিয়ে খেলা করো খুব ভালো বেশ বেশ
সাবধান! ভুল লিখে ইজ্জত হবে শেষ।
ডাকি, শুদ্ধে ঋদ্ধ হতে ভুল করে বর্জন
তা নাহলে ক্ষয়ে যাবে একুশের অর্জন।
—————————————————————-
#শুদ্ধ_বানান
*’তারাতারি ও বারাবারি’ না ‘তাড়াতাড়ি ও বাড়াবাড়ি’ হবে।
*’গারি চরে বারি যায়’ না হয়ে গাড়ি চড়ে বাড়ি যাই হবে।
*’ঘুরি উরছে’ না হয়ে ঘুড়ি উড়ছে হবে।

আব্দুল্লাহ আল মামুর কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন