Ads

বিজয় দিবস

শাহানারা শারমিন

বছর শেষে ডিসেম্বর মাস
যখন চলে আসে
বিজয় নামের একটি পাখি
সবার মনে হাসে

১৬ তারিখ এই পাখিটার
জন্মদিন পালন হয়
এই বিজয়টা ফিরে আনতে
লক্ষ প্রানের ক্ষয়

বিজয় তুমি মুক্ত পাখি
গাছে ফোটা ফুল
বিজয় তুমি মাঠের ফসল
তুমি নদীর কূল

বিজয় তুমি মায়ের হাসি
একটি উরন্ত পতাকা
বিজয় তুমি শিশুর খাতায়
রং পেন্সিলে আঁকা

বিজয় তুমি এসেছো বলে
স্বাধীন হয়েছে দেশ
বিজয় তুমি লাল সবুজের
আমার বাংলাদেশ

বাংলার বুকে বিজয় নিশান
আনলো ফিরে যারা
সর্বকালের শ্রেষ্ঠ বীর
ইতিহাসে তারা

 

আরও পড়ুন