Ads

ভেতর বাহির

-হোসনে আরা মেঘনা

রাতভর ঝরঝর
টুপটাপ ঝরছে
বৃষ্টির জল পেয়ে
ডোবা নালা ভরছে।
কোলাব্যাঙ ঘ্যান্ ঘ্যান্
করছে তো করছেই
বোকা বোকা উইপোকা
উড়ে উড়ে মরছে।
দল বেঁধে কেঁদে কেঁদে
ঝিঁঝিঁ পোকা ডাকছে
বুক চিরে আলো ছেড়ে
মেঘমালা হাঁকছে।
নিশাচর থথ্থর
ডরে বুক কাঁপছে
জোরশোর দেয় দৌড়
নিজ পথ মাপছে।
রাত্রি শুনশান বৃষ্টি ঝনঝন
শন শন ঝড়োবায়ু বইছে
ক্ষণে ক্ষণে কানে কানে
ভাঙ্গনের দুখপালা কইছে।
নিশিভর আঁখিজোড়
নিদহীন জাগছে
কোন্ মুখে পুড়ে বুক?
হৃদে দাগ লাগছে।
আঁখিজল ছল্ ছল্
চিক্ চিক্ জ্বলছে
মনে আর গগনে
একই খেলা চলছে।
—————————————————–
বাগমারা, রাজশাহী।
তারিখ : ১২/০৬/২০২১

সাহিত্যিক ও সহ-সম্পাদক,মহিয়সী।

আরও পড়ুন