Ads

মা

আব্দুল্লাহ-আল-মামুর

 

কে আছে আর

ভালোবাসার সবুজ পাহাড়

বুকে যাহার স্নেহ মায়ার ঝর্ণা ধারা বহে?

কে আছে আর

ঊষর ধূসর মরুর বুকে

তোমার সুখের আয়োজনে অসীম কষ্ট সহে?

 

কে আছে আর

রংধনুর ঐ সাতটি রঙে

সাজায় তোমায় নিজের সকল উজাড় করে?

কে আছে আর

অশ্রুসজল দুই আঁখি যার

প্লাবন এনে তোমার ব্যথায় গুমরে মরে?

 

কে আছে আর

বিন্দুটাকে সিন্ধু করে

তোমার জয়ে আনন্দে হয় আত্নহারা?

পাবে নাকো

কোথাও এমন বন্ধু স্বজন

অযুত নিযুত মুখের মাঝেও ‘মা’ কে ছাড়া!

কবিঃ সাহিত্যিক ও ব্যাংকার

আরও পড়ুন