Ads

মেধার জন্য

 

ছোট্ট অপ্সরা মেধা
যেন বাবা মায়ের
হৃদয়ের আধা।

মনের গহীনে অবিরত
স্বপ্নের অবাধ বুনন
হৃদকাননে সে ফুল শত।

কথায় যেন সে মহীয়সী
পড়ালেখা আর আবৃত্তি
কি দারুণ যে পটীয়সী।

আদর কাড়া দৃষ্টিতে
প্রাণ জুড়ায় তার
নতুন নতুন সৃষ্টিতে।

অনেক অনেক দোয়া
বড় হও মা তুমি
স্বপ্ন যেন আকাশ ছোঁয়া।

কবির কথা মনে আঁক
স্বপ্ন নিয়ে ভাব
কবিতার খাতায় লেখ।

কবিতার প্রতি ভালোবাসা
কবি তুমিও হবে
প্রতিনিয়ত করি আশা।

 

ফারহানা শারমীন  জেনী – কবি ও সাহিত্যিক

আরও পড়ুন