Ads

মে দিবসের ডাক

আবু সাইফা

আঠারোশো ছিয়াশি থেকে একবিংশ শতাব্দীর আজকের এ দিন শুধু নয়
সভ্যতার শুরু থেকে অনাগত অনন্তকাল
স্যাবোটাজ চলমান।

পিরামিড থেকে আইফেল টাওয়ার হয়ে তাজমহল
মহাপ্রাচীরের প্রতিটি পাথরের গায়ে ভালো করে শুঁকে দেখো
শ্রমিকের রক্তের গন্ধ পাও কি?
এখনো শ্রমিকের ঘামে ভেজা সভ্যতার দেহ
এভাবে ভিজতেই থাকবে প্রলয় অবধি।

মনুমেন্ট মাথা উঁচু করে থাকে সভ্যতার আকাশে
তুতানখামেন, শাহজাহান বেঁচে থাকে মানুষের মুখে মুখে
নির্দয় মনুমেন্টের নিচে চাপাপড়ে আছে কত
হতভাগা শ্রমিকের দেহ
শুধু তামাশার গল্পে বেঁচে থাকে ‘আংকেল টম’!

মে দিবস নিয়ে উল্লাসে মেতে থাকে আহাম্মক শ্রমিকের জাত
তার অপারগতাকে ভাগ্যের পরিহাস মেনে।

এভাবে আর চলতে দেয়া যায় না
শ্রমিক তুমি মেরুদণ্ড সোজা করে দাঁড়াও এবার
মে দিবসের মলাটের নিচে নয়
অধিকারের উজ্জ্বল আলোতে।

কবিঃ  কবি ও সাহিত্যিক 

আরও পড়ুন