Ads

র ও ড় এর পার্থক্য

/র/ ও /ড়/ বিভ্রাট (পর্ব-৪)
● চরা : বিচরণ করা
● চড়া : আরোহন করা, উর্ধ্বগতি
যেমন : যাও গরু চরাও। ট্রেনে চড়াটা আমার ভালোই লাগে। এই করোনা সঙ্কটে কিছু অসাধু ব্যবসায়ী চড়াদামে সবকিছু বিক্রির চেষ্টা করছে।
.
● চরানো : বিচরণ করানো
● চড়ানো : থাপ্পড় দেয়া, চপেটাঘাত করা, থাপড়ানো
যেমন : অবলা গরুটাকে চড়াচ্ছো কেন? তোমাকে এটা চরানোর কথা বললাম, চড়ানোর কথা বলিনি। অনেককে চড়িয়ে সবকটি দাঁত ফেলে দেয়ার কথা বলতে শুনেছি, আপনি শুনেছেন?
.
● ধর : আটকিয়ে রাখা,
● ধড় : দেহ
যেমন : আমাকে ভালোভাবে ধর। আল্লাহ! এতক্ষণে ধড়ে প্রাণ ফিরে পেলাম!
.
● গোরা : সাদা চামড়ার মানুষ, গৌরবর্ণ, ফর্সা
● গোড়া : মূলদেশ
যেমন : রবীন্দ্রনাথের ‘গোরা’ উপন্যাসের নাম নিশ্চয়ই শুনেছেন? দুনিয়ায় কেউ গোরা, কেউবা কালা- এটাই স্বাভাবিক। গোড়ায় গলদ (শুরুতেই ভুল) করলে কেন? গাছের গোড়ায় পানি দাও।
.
● মারা : প্রহার করা
● মাড়া : মাড়াই করা (ফসল ইত্যাদি)
যেমন : ফসল এখনও মাড়া হয়নি। যাও মারামারি বাদ দিয়ে ফসল মাড়ো।
.
● মরা : মৃত (ব্যক্তি বা অন্য প্রাণী বা অন্য জিনিস)
● মড়া : লাশ, মৃতদেহ
যেমন : কোনো হোটেলে কি মরা মুরগীর গোশত বিক্রি হয়? এটা মড়া কাটা ঘর। এমন মনমরা হয়ে কী ভাবছো?
.
● খর : তীক্ষ্ণ, ধারালো, প্রখর
● খড় : শুষ্ক তৃণ
যেমন : এত খর রোদে বাইরে যেও না। এটা কি খর পানি (Hard water) নাকি মৃদু পানি (Soft water)? মূত্র হালকা খড় বর্ণের হয়। গরু ঘাস ও খড় খায়।

সূত্র: প্রমিত বাংলা উচ্চারণ ও বানান বিধি।

লেখকঃ জসিম উদদীন বিজয়, কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন