Ads

লাশের হিসাব

মাহমুদা আক্তারঃ

আমি মুক্তিযুদ্ধ দেখিনি
কিন্তু মায়ের মুখে শুনেছি এর বিভৎসতা।
মিলিটারিদের বুটের আওয়াজ পেলেই,
দৌড়ে পালাতো সব গ্রামের পর গ্রাম।
মাঠে ঘাটে পড়ে থাকতো লাশের পর লাশ,
কয়টা লাশের হিসেব কেউ রেখেছিলো?

আজ দীর্ঘ ৪৯ বছর পর আবার বাঁজছে যুদ্ধের দামামা
কিন্তু এই যুদ্ধে মিলিটারিকে চোখে দেখা যায় না।
এই মিলিটারি শেষ করে দেয় নীরবে
ভয়ে, আতঙ্কে কুঁকড়ে থাকি আমরা।
এই বুঝি ছুঁয়ে দিলো শরীর, এই বুঝি একটু অসাবধানতায় কেড়ে নিলো প্রাণ!
এখনো লাশের পর লাশ বের হয়
তফাতটা শুধু এই লাশ গুলোর একটা একটা করে হিসেব রাখা হয়।

লেখকঃ কবি, সাহিত্যিক ও চীপ এডমিন, বাউল মেলা।

আরও পড়ুন