Ads

শিক্ষাগুরু

আবদুল হাই ইদ্রিছী

পৃথিবীতে পিতা মাতার
পরের আসন যার,
তিনি আমার শিক্ষাগুরু
ঋণী আমি তার।
.
মায়ের আদর সোহাগ দিয়ে
আগলে রেখে বুকে,
মানুষ হবার মন্ত্র শিখান
থাকতে অনেক সুখে।
.
মাথার ঘামে শরীর ভিজান
রক্ত করেন পানি,
মানুষ করে গড়তে আমায়
টানেন কত ঘানি।
.
দুষ্টুমি সব মিষ্টি মুখে
বরণ করে নিয়ে,
পিঠের উপর হাত বুলাতেন
ভালোবাসা দিয়ে।
.
শিক্ষাগুরুর দীক্ষা আমার
চোখ করে দেয় আলো,
বুঝতে পারি সমাজ-জীবন
বুঝতে পারি কালো।
.
এ জীবনে দেশ-বিদেশে
শিক্ষাগুরু যত,
তাদের তরে ভালোবাসা
শ্রদ্ধা অবিরত।
.
০৫ অক্টোবর ২০১৯খ্রি.

লেখকঃ কবি ও সাংবাদিক

আরও পড়ুন