Ads

সকালবেলা

মোঃ কামরুজ্জামান জেমস

সকালবেলা কিচিরমিচির পাখির ডাকে ঘুম  ভাংগে
জেলেরা সব মাছ ধরে বুক ফুলিয়ে গাংগে
ছোট নিষ্পাপ শিশুরা ছুটে চলে হাতে দূরবীন
তাই দেখে সাপুড়ে বাজায় তাদের বীন ।

কৃষক লাঙল হাতে ছুটে যায় মাঠে
মুচির কি কখনও আসে যায় তাতে?
শুধু কি তাই,  কামারের কি হাপর
চশমাওয়ালার  কখনও ঘুঁঁচবে কি ফাফর।

চা বিক্রেতা হাসি দিয়ে শুরু করে দিন
ধনী লোকেরা তাদের মনে করে হীন
কিন্তু তাদেরও যে একদিন ফিরবে সুদিন ।

মুদির দোকানদার  চেয়ে থাকে পথের দিকে
কে কখন আসিবে তার দোকানের  দিকে
তার একমাত্র বউ চেয়ে আছে তার পানে
সে যেন বলে তার কানে কানে।

শুধু সকালে স্কুল কলেজে যায় যারা
তাদের মুখের হাসি নিভে যায় তারা কারা?
তারা চাই সকালের আরামটা
আমরা প্রতিদিন দিয়ে যায় তাদের ব্যারামটা
কখনও কি দেখেছি তাদের প্রত্যাশিত সেই আকাংখাটা?

আরও পড়ুন