Ads

স্বাধীনতা

মোঃ মিনহাজ উদ্দিন

স্বাধীনতা স্বাধীনতা
স্বাধীনতা পাইনি,
স্বাধীনতা পেয়েছি যা
তাহা কভু চাইনি।

স্বাধীনতা পেয়ে আজো
পরাধীনে ভুগছি,
দূর্নীতি আর অপকর্মে
আজো মোরা ধুকছি।

ভুলে গেছি রক্তে ভেজা
একাত্তরের স্মৃতি,
মুছে গেছে সবার থেকে
ভালোবাসা প্রীতি।

স্বাধীনতা অর্জন থেকে
রক্ষা করা কষ্ট,
অবিচার ও অন্যায় কাজে
বাংলা হচ্ছে নষ্ট।

স্বাধীনতা নামে শুধু
কাজে কিছু নেইতো,
দিনের শেষে কষ্ট বুকে
ভালো আছি এইতো।

আরও পড়ুন