Ads

 স্মৃতির জানালায় উঁকি

আব্দুল্লাহ-আল-মামুর 

হারানো ভুবন খুঁজে ফিরে মন

ফেলে আসা দিন ক্ষণে

স্মৃতির জানালা খুলে একেলা

ভাবি বসে নির্জনে।

 

কোথায় হারালো রঙিন কৈশোর

চপল চঞ্চল মনটা

তিড়িং বিড়িং নাচানাচি শুনে

স্কুল ছুটির ঘন্টা!

 

ছুটোছুটি করে বাড়ি ফিরে ত্বরা

নদীর পাড়ের মাঠটায়

যে যেখানে থাক জুটতাম এসে

ঠিক ঠিক সাড়ে চারটায়!

 

নানান খেলায় কেটে যেতো বেলা

হতো গান হাসি গল্প!

বাঁদরামী একদম হতোনা তা নয়,

হতো তবে খুব অল্প!

 

কোন গাছে কুল মিষ্টি বেশি অার

কোন গাছে পেপে পাকলো!

কোন খানে কোন গাছের শাখায়

কোন পাখিটা যে ডাকলো!

 

সব ছিলো জানা। ছিলোনাকো মানা

নদীতে সাঁতার কাটতে!

কিংবা সকালে খুব ভোরে উঠে

দল বেঁধে গাঁয়ে হাঁটতে!

 

পাঠ্যবইয়ের মাঝারে লুকিয়ে

গল্প ছড়ার ছন্দ

পড়তে গিয়ে মায়ের বকুনি

লাগেনি তেমন মন্দ!

 

সব ছেড়ে গেছে এক এক করে

বন্ধুরা কাছে আর কই?

ওরা নির্জনে খুব কাছে এসে

একসাথে করে হৈচৈ।

 

কবিঃ সাহিত্যিক ও বিশিষ্ট ব্যাংকার 
আরও পড়ুন