Ads

কালি ও বিবেক

আব্দুস শাকুর তুহিন

দশ বিশ পঞ্চাশ
কত কত দাম!
লিখতে কলম, তার
কত শত নাম!

নাম দাম যা-ই হোক
থাকলে কালি,
কালিতেই তুমি আমি
আলোক জ্বালি।

না থাকলে কলমে
কালি এক ফোটা,
মূর্খ ব-কলমেও
দেয় গো খোঁটা।

পৃথিবীর কোত্থাও
সিরিয়া বা শাম,
কালি ছাড়া কলমের
নেই কোন দাম।

মানুষের অবয়বে
আমি কলম,
জ্ঞান আর শিক্ষাতে
উঁচুও চরম।

এই জ্ঞান সেই জ্ঞান
কত শত জ্ঞান,
জ্ঞানের সাগরে ভাসি
জ্ঞানই সদা ধ্যান।

এই জ্ঞানী শিক্ষিত
আমার ভেতর,
বিবেকের ফুল নাই
সচেতন কূল নাই-
এই জ্ঞানী আমিটা
আসলে কে তোর!!

কালি ছাড়া কলম এক
যেমন ছায়া,
বিবেক আর বোধহীন
সততার রোদহীন
মানুষটা যেন ঠিক
নিথর কায়া।

লেখক: কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। 

আরও পড়ুন