Ads

বেলা শেষের গান

আব্দুস শাকুর তুহিন
~~~~~~~~~~~~
সন্ধ্যা আবির গায়ে মেখে
পাখির ঘরে ফেরা,
দিনের আলোর চেয়েও এ রঙ
দেখতে দারুণ সেরা ।
কিন্তু এ রঙ শিশির যেন
জীবন নদীর বাঁকে রে,
রঙের শেষে আঁধার হেসে
জীবন ঘিরে থাকে রে ।

উড়ুক উড়ুক উড়াল পাখি
ভোর ও দুপুর বিকেল,
ভাসলে এ রঙ বাঁশ বাগানে
রংধনু দিন নিকেল ।
ঘরে ফেরার তাড়ায় পাখি
ভীষণ রকম ডাকে রে।

বাঁকে বাঁকে রঙের ছায়া
ডানায় জীবন নদী,
রঙ হারালেও ডানায়-বাঁকে
দ্বন্দ্ব নিরবধি।

দ্বন্দ্ব নিয়েই রঙের পাখি
পালক শুঁকে মায়ায়,
থামবে জেনেও থামে না সে
মায়া মাটির কায়ায়।
থামলে পাখি, আসবে পাখি
তখন ঝাঁকে ঝাঁকে রে।

১৬:২৩
১৮ রমজান, ১৪৪১
ছবিঃ ১৫/১২/২০১৭, পদ্মা পাড়ের গান,
লেখকঃ ছড়াকার,গীতিকার,সুরকার ও শিল্পী

আরও পড়ুন