Ads

সাদা বুক মাছরাঙা

মহীয়সী ডেস্কঃ

সাদা বুক মাছরাঙা, ইংরেজি নাম- White-brested Kingfisher বৈজ্ঞানিক নাম – Haleyn smyrensis, লম্বায় ২৮ সেন্টিমিটার। মাথা, ঘাড় ও পেট গাঢ় বাদামী রঙের। চিবুক, গলা ও বুকের উপর সবুজের আভা আছে। ওড়ার পালক কালো ও গোড়ার দিক সাদা। লম্বা ভারী সূচালো চঞ্চু , রঙ গাঢ় নিস্প্রভ লাল। পায়ের রঙ ধূসর লাল। চঞ্চু আকারে বড়, মাথার উপরের দিকটা খয়েরী রঙের, বুকের রঙ সাদা এবং লেজসহ পিঠের রঙ নীলাভ।

ছবিঃ সাদা-বুক মাছরাঙ্গা
ফটোগ্রাফারঃ মীর আবির অভি।

স্ত্রী ও পুরুষ পাখি একই ধরনের দেখতে হয়। নদী, পুকুর, খাল বা ঝোপঝাড়ের আশেপাশে বসে থাকতে দেখা যায়। জানুয়ারি থেকে আগস্ট মাসে এরা ডিম পাড়ে এবং নদী, পুকুর বা খালের খাড়া পাড়ে গর্ত করে বাস করে। এই পাখি চার থেকে সাতটি ডিম একসাথে পাড়ে। সাদা বুক মাছরাঙার খাদ্য তালিকায় আছে ঘাসফড়িং, ঝিঁঝিঁ পোকা, গঙ্গা ফড়িং, পিঁপড়ে, উই পোকা ইত্যাদি।

বাংলাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্য থেকে ইন্দোচীন, ফরমোজা ও ফিলিপাইন, শ্রীলঙ্কা ও আন্দামান দ্বীপপুঞ্জতে এই মাছরাঙা দেখা যায়। ।

রাজশাহী থেকে ছবিটি তুলেছেন মহীয়সীর সহ-সম্পাদক ও ফটোগ্রাফার মীর আবির অভি।

আরও পড়ুন