Ads

বুক রিভিউঃ ওয়ার্ক টুগেদার

জসিম উদ্দিন বিজয়

বই: ওয়ার্ক টুগেদার
মূল লেখক: উস্তাদ নোমান আলী খান
অনুবাদ: হামিদ সিরাজী
প্রকাশনায়: গার্ডিয়ান পাবলিকেশনস
প্রচ্ছদ: আবুল ফাতাহ মুন্না
ফিক্সড প্রাইস: ১৭০ টাকা মাত্র

⏺️ লেখক সম্পর্কে—
‘রয়্যার ইসলামিক স্ট্র্যাটিজিক স্টাডিজ সেন্টার অব জর্ডান’ কর্তৃক বিবেচ্য বিশ্বের প্রভাবশালী ৫০০ জন মুসলিম ব্যক্তিত্বের একজন উস্তাদ নোমান আলী খান ১৯৭৮ সালে জার্মানির বার্লিনে জন্মগ্রহণ করেন। তিনি ‘বাইয়্যিনাহ্ ইনস্টিটিউট’- এর প্রতিষ্ঠাতা এবং সিইও। কুরআনের ব্যাপারে গভীর জ্ঞান, মনোমুগ্ধকর ও নিখুঁত শব্দ চয়ন এবং চমৎকার উপস্থাপনাশৈলীর জন্য বাংলাদেশসহ সারাবিশ্বের তরুণ প্রজন্মের কাছে একজন জনপ্রিয় দাঈ ইলাল্লাহ্ হিসেবে তিনি পরিচিত।

⏺️বইটিতে যা আছে—
সমাজবদ্ধতা মানুষের স্বাভাবিক ধর্ম। প্রতিটি মানুষই ব্যাক্তিগত জীবনে চলাফেরার নানা বিষয়াদিতে একে অপরের পরিপূরক হয়ে থাকে। তার দরুণ ঘর থেকে শুরু করে সর্বত্রই টিমওয়ার্ক লক্ষ্য করা যায়।

একটি আদর্শবাদী দলের জন্য টিমওয়ার্কের পুঙ্খানুপুঙ্খ ধারা অনুশীলন ও প্রয়োগ করা জরুরী, চাই সে যেকোনো আদর্শের দলই হোক। আর ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য তা আরো বেশি অপরিহার্য। কিভাবে সংঘবদ্ধ কাজের গতি বৃদ্ধি পায়, কিভাবে একটি পরিপূর্ণ টিমওয়ার্ক সম্পন্ন হতে পারে, কিভাবে টিমওয়ার্কের মাধ্যমে লক্ষ্যস্থলে পৌঁছা সম্ভব এরই আদ্যোপান্ত বিবৃত হয়েছে উস্তাদ নোমান আলী খান রচিত এই বইটিতে, যা বাংলায় অনুবাদ করে তরুণ অনুবাদক হামিদ সিরাজী বাংলাভাষী পাঠকদের দিয়েছেন এক অনন্য উপহার।

⏺️বইটি কেন পড়বেন?
গার্ডিয়ান পাবলিকেশনস থেকে প্রকাশিত এই চমৎকার বইটি মনের ভেতর জমে থাকা ছোটখাটো প্রশ্ন, নেতা কিংবা জনশক্তির উপর ক্ষোভ, বিরক্তি মিটিয়ে দিতে পারে। আমি বইটি পড়ে জানতে পেরেছি ব্যক্তি জীবনে সংগ্রাম কয় ধরনের, তা কিভাবে মোকাবেলা করতে হয়, কিভাবে বৈচিত্র্যের মূল্যায়ন করতে হয়, কিভাবে সংগঠন প্রতিষ্ঠা করতে হয়, কাদের নিয়ে সংগঠন প্রতিষ্ঠা করতে হয় ইত্যাদি।

শুধু কি তাই? একটি প্রতিষ্ঠিত সংগঠন পরিচালনার ক্ষুদ্রাতিক্ষুদ্র দিকসমূহও লেখককের দৃষ্টি থেকে এড়িয়ে যায়নি। মানুষের সহজাত দূর্বলতা, ইসতিফা-ইজতিবা, অর্পিত দায়িত্ব কতটুকু অনুভুতি নিয়ে পালন করতে হবে, স্বেচ্ছাসেবী কাজের গুরুত্বসহ সুনিপুণভাবে এক বৃহত্তর চিত্র অঙ্কন করতে সক্ষম হয়েছে লেখক নোমান আলী খান।

আরো জানতে পেরেছি কর্মীদের শৃঙ্খলা রক্ষার্থে নেতার মনোভাব কেমন হওয়া উচিত। শূরা বা পরামর্শের প্রয়োজনীয়তা-ধরন, নাজওয়া বা গোপন কানাঘুঁষার বাস্তব ভয়ঙ্কর পরিণতি।

বিবৃত হয়েছে সর্বোপরি এক আদর্শ নেতৃত্বের রোল মডেল। কিভাবে একজন মানুষ [মুহাম্মদ (স.)] প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার বিপরীতে একটি নতুন আদর্শ প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। তার টিম গঠন ও পরিচালনার দক্ষতা আজকের আধুনিক বিশ্বেও অপরিবর্তিতভাবে অনুসরণীয়। তাঁকে এক সাথে আহলে কিতাবী ইহুদি, খ্রিস্টান এবং মুর্তিপূজারী মুশরিকদেরকেও মোকাবিলা করতে হয়েছে। এমনকি টিমের ভেতরে লুকায়িত মুনাফিকদের ভয়াবহ্ ষড়যন্ত্র থেকেও রক্ষা করতে হয়েছে ইসলাম ও ইসলামী আন্দোলনকে। একজন নেতার আদর্শের সর্বোচ্চ মানদন্ড বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) এর পুরো জীবনী রয়েছে আমাদের জন্য শিক্ষণীয় সকল বিষয়।

⏺️বইটি কারা পড়বেন?
সংঘবদ্ধ কাজের পরিধি কেবলই তথাকথিত সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নয়। পরিবার, শিক্ষাঙ্গন, বাজার, বন্ধুদের আড্ডা, ভ্রমণসহ সবক্ষেত্রেই এর উপস্থিতি লক্ষ্য করা যায়। বইটিতে এসবগুলোই ধরে ধরে উল্লেখ করে বর্ণনা করা হয়েছে। যেকোনো সংগঠনের নেতা-কর্মীসহ সবার জন্যই পাঠ্য ও আদর্শ একটি বই হতে পারে ‘ওয়ার্ক টুগেদার’।

পরিশেষে আমি এটা বিশ্বাস রাখতে চাই— আমার হৃদয় ও মননে নাড়া দিয়ে এই বইটি যেমন এক সুন্দর অনুভূতি জাগ্রত করলো ঠিক একইভাবে সারাদেশের পাঠকদেরকেও সাফল্যের সাথেই আলোড়িত করবে।

চমৎকার এই বইটির লেখকের প্রতি রইলো অজস্র কৃতজ্ঞতা। তাছাড়া অনুবাদকসহ বইটির সাথে জড়িত সকলের প্রতিই আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং গার্ডিয়ান পাবলিকেশনস থেকে প্রকাশিত এই বইটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

লেখকঃ কবি, সাহিত্যিক ও সম্পাদক
আরও পড়ুন-

সমাধান নাকি মনোযোগী কান

ওয়াফিলাইফে বইটি কিনতে পারবেন নিচের লিংক থেকে

ওয়াফিলাইফে ওয়ার্ক টুগেদার

আরও পড়ুন