Ads

দূর দিগন্তে

 

বইয়ের নামঃ দূর দিগন্তে
লেখকঃ সালেহা বড়লস্কর
প্রচ্ছদঃ আফসার নিজাম
প্রকাশকঃ শারমিন আক্তার / মহীয়সী পাবলিকেশন্স
পৃষ্ঠাঃ ১২৮
মূল্যঃ ২৫০/- টাকা/ ৩.৫ পাউন্ড ( ইংল্যান্ড)

” দূর দিগন্তে ” ইংল্যান্ড প্রবাসী লেখিকার অসাধারন এক মাতৃত্বের আস্তরণ নিয়ে লিখা উপন্যাস। প্রবাসীদের পারিবারিক সম্পর্ক, মায়ার বন্ধন,আন্তরিকতার বিস্তর এ উপন্যাসের পাতায় পাতায় জড়িয়ে আছে।

যেখানে ইংল্যান্ড প্রবাসী স্বামীর সন্তানহীন বাঙালী বধু কিভাবে তার স্বামীর দ্বিতীয় বিয়ে করা অ্যাংলো স্ত্রীর অ্যাংলো সন্তানের সত্যি কারের মা হয়ে উঠেন সেই কাহিনী লেখকের কলমের আঁচড়ে চিত্রিত হয়েছে। অ্যাংলো কন্যাকে কিভাবে বাংলার মাটিতে বড় করে বাঙালী করে তোলেন,সময়ের আবর্তনে আবার জন্ম দেয়া নিজের মায়ের কাছে ইংল্যান্ডে চলে গেলে জীবনের কেমন পরিবর্তন আসে তা সুন্দর ভাবে তুলে ধরেছেন লেখক।

আবার কিভাবে তার গ্রামের মায়ের জন্য ব্যকুলতা তৈরি হয় তার মনে,এই সব হৃদয় ছুঁয়ে যাওয়া মা-মেয়ের ভালবাসা আর বিরহের গল্প এ উপন্যাসকে স্বার্থক করে তুলেছে।

আরশ আলী, তার স্ত্রী, কন্যা হাওয়া, ইংল্যান্ডের মেয়ে অন্য স্ত্রী লিন্ডা সবার চরিত্র দৃষ্টি কেড়ে নেয়। ভাল লাগা আর ভালবাসার অসাধারন উপস্থাপন এ উপন্যাসে। কষ্ট – বিরহ মানুষ কে আকৃষ্ট করে সাহিত্য কর্মে।লেখক সার্বিক ভাবে এ উপন্যাসে সকল বিষয়ের উন্মেষ ঘটিয়েছেন এ উপন্যাসে।

 

আব্দুল মতিন – কবি, সাহিত্যিক   ও সহসম্পাদক মহীয়সী  

আরও পড়ুন