Ads

বুক রিভিউঃ ইতিহাসের অলিগলি

-সুমেরা জামান

‘কোহিনুর লুট হয়েছে আজ, অপরের শিরে শোভা পাচ্ছে। তখত-এ-তাউস ও হাতছাড়া! কুতুব মিনার আজও দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে তাজমহলও ঠিক, কিন্তু ধুলোয় লুটেছে কেবল মুসলমানের শিরটাই! ‘
কথা গুলো পড়ছিলাম জিয়াউল হকের  ‘ইতিহাসের অলিগলি ‘বইতে। পড়ে বুকের ভিতর এক অজানা হাহাকার শুরু হয়েছে। কি ছিলনা একদিন আমাদের!
শৌর্যে-বীর্যে, সম্পদে -শক্তিতে পরিপূর্ন এই উপমহাদেশ ২৫ কোটি জনগন যখন দুধের নহরে ভাসছিল তখন ইংল্যান্ড হলো কাদাজলে পূর্ণ স্যাঁতস্যাঁতে বস্তির মতো। চুরি, ডাকাতি, খুন,যক্ষা, বসন্ত আর নিউমোনিয়া, শিশুমৃত্যু আর চরম খাদ্যসংকটে পরিপূর্ন । দুবেলা দু টুকরো আলুর জন্য মারামারি ছিল নিত্যদিনের ঘটনা।

Ralph Fitch নামের এক লন্ডনের ব্যবসায়ী তার জাহাজ ভিড়ায় ভারতের উপকূলে। এই দেশ দেখে তার চক্ষু ছানাবড়া। এক চিঠিতে বন্ধুকে লিখে ইংল্যান্ডে পাঠালে লন্ডনে হৈচৈ পড়ে যায়।
সেই চিঠিতে লেখা ছিল,
‘সোনা আর রেশমী কাপড়ে মোড়া গরুরগাড়ী ভর্তি হীরা জহরত আর রাস্তার দুপাশে  সারি সারি ঠাসা খাবারের দোকান। আগ্রা এবং ফতেহপুর বাদশাহর রয়েছে ১ হাজার হাতি, ৩০হাজার ঘোড়া, ৪০ হাজার হরিণ। ‘

এই চিঠির পর Ralph কে আর পিছনে তাকাতে হয়নি। ইংল্যান্ডে রানী এলিজাবেথ তাকে এদেশে বৃটিশ দূত নিয়োগ করে।
তার হাতে ধরেই গড়ে উঠে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যা আমাদের স্বাধীনতা ও মোঘল সম্রাজ্যের উজ্জ্বল ইতিহাসের মৃত্যু ঘটায়। যার দুঃশাসন চলে ২০০ বছর।

এসবতো আগেই পড়েছি বহু বার তবে যে বিষয়টা আমাকে ছুয়ে গেছে তা হলো লেখক বারবার অতীতকে টেনে এনে বর্তমানের সাথে মিলিয়ে দারুন মিলবন্ধন গড়ে তুলেছেন। সেটা ৭১১ কিংবা ১৭৫৭।
ইতিহাসের ১২৯৯ এ ওসমান গাজীর  প্রতিষ্ঠিত ওসমানীয় খেলাফতের গলি পথ ধরে তিনি হেঁটে নিয়ে বেড়িয়েছেন ২০২০ সাল অবধি।
তুর্কি সমাজের নিষ্কর্ম আলেমদের বিতর্ক আর বিভক্তি, মোঘলদের জ্ঞানচর্চা বাদ দিয়ে কাঠামোগত উন্নয়ন পরাজয়ের অন্যতম এক বড় কারন হিসেবে তুলে এনেছেন তার ভাষাতে
“বাইশ হাজার শ্রমিকের ঘাম আর রক্তে এক নাগাড়ে বাইশ বছর ধরে  বানানো এক তাজমহলে যে অর্থ গেছে, তা দিয়ে পুরো ভারতে সেকালে অন্তত, একশত অক্সফোর্ড, ক্যাম্ব্রিজ বানানো যেতো। কিন্তু তা হয়নি। “

লেখকের শব্দ ঘোড়াতে চড়ে ইতিহাসের অলি গলি পথে সওয়ার করে ঘুরে বেড়িয়েছি বাল্মীকি যুগের সতীদাহ প্রথার অশ্রু ঝরানো প্রান্তর থেকে শুরু করে,
হাদ্রাবাদের হীরর খনি , সুলতান সালাউদ্দীন গাজীর মিশর, জেরুজালেমর যুদ্ধের ময়দান, ফ্রান্স কর্তৃক আলজেরিয়ার ধ্বংসস্তুুপ,
তুরস্কের ওসমানী সাম্রাজ্য, আরবের মরুময়দান, মসজিদে নববি, পারস্যবাসীর পরাজয়,
বাংলার পরাধীনতার শাসন ও শোষকের নিষ্ঠুর নায়ক লর্ড ক্লাইভের শহর  Shropshire তে।

আমি বিজ্ঞানের ছাত্রী হবার জন্য যদিও আমাকে বারবার হোঁচট খেতে হয়েছে তবু বহুদিন পর মুগ্ধ হয়ে দারুন একটা বই একটানে পড়ে ফেলেছি।
বইটা আমার মতো ইতিহাসপাগগল যেকোন পাঠকের  হৃদয়ের কাছে পৌছুবে বলে আমি মনে করি।
সবশেষে লেখকের যে বিষয়টি আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে তা হলো, প্রতিটি আলাদা শিরোনামে সংক্ষিপ্তাকারে তিনি অতীত ইতিহাসকে বর্তমানে টেনেএনে শিক্ষাটুকুর নির্যাস তুলে ধরেছেন।
সব সমস্যার সেরা সমাধান হিসেবে কুরাআনকে শক্তিশালী উল্ল্যেখ করেছেন।

বই: ইতিহাসের অলিগলি
লেখক : Zia  Ul Haque ভাই
প্রকাশনায় :দি পাথ ফাইন্ডার পাবলিকেশন

প্রকাশক : Sultana  Akhter

পৃষ্ঠা সংখ্যা: ৯৬

মূল্য: ১৮০

সুমেরা জামান কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন