Ads

ইংরেজি মাসের নামকরণ যেভাবে (পর্ব-০১)

কামরুজ্জামান জেমস

জানুয়ারি (January)

রোমান পুরাণ এর গুরুত্বপূর্ণ দেবতা জ্যানাস/ জানুস (Janus) এর নামানুসারে বছরের প্রথম মাস জানুয়ারি মাসের নামকরণ করা হয়। ফটক দরজার অধিপতি পাঠক ও দর্শকদের যেহেতু প্রবেশ এবং প্রস্থান ঘটে সেজন্য দ্বাররক্ষী দেবতা জ্যানাস/ জানুসকে (Janus) বিপরীত দিকে ফেরানো 2 মুখের অধিকারী হিসেবে কল্পনা করা হয়েছে এবং একই কারণে তাকে বর্ষশেষ ও বছর শুরুর দেবতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রাচীন রোমে তিনি সবকিছু শুভ উদ্বোধন এর অধিদেবতা রূপে পূজিত হতেন। সেজন্য তিনি কেবল প্রবেশ পথের দেবতা ছিলেন না, তিনি প্রকৃত অর্থেই ছিলেন প্রবেশপথ। প্রবেশপথে অবস্থান করে তিনি রোমের জনজীবনের সকল কিছুর উপর কর্তৃত্ব করতেন। রোমান যুদ্ধকালীন অবস্থায় জ্যানাস/ জানুস (Janus) মন্দিরের উভয় দ্বার উন্মুক্ত রাখতেন। তাদের বিশ্বাস ছিল দুই দিকে দৃষ্টি রেখে তিনি রোম কে পাহারা দিবেন।

ফেব্রুয়ারি (February)

রোমান পুরানের জ্বরের দেবী ফেব্রিস (Febris) এর নামানুসারে ফেব্রুয়ারি (February ) মাসের নাম করা হয়।
প্রাচীন রোমে ফেব্রুয়ারি মাসে ফেব্রিসের উপাসনা করা হতো। কারণ সম্ভবত ফেব্রুয়ারি মাসেই সবচেয়ে বেশি জ্বরের প্রকোপ দেখা দিত।

(চলবে)

লেখকঃ সাহিত্যিক ও কলামিস্ট 

আরও পড়ুন