Ads

অনুভবে কবি

সুলতানা সীমুঃ

তোমার,
শেষ থেকেই আমাদের প্রান্ত,
অসীমতা থেকেই আমাদের অন্ত।
বিস্তৃতি তোমার দিগন্ত রাঙানো,
বিচরণ তোমার চোখ জুড়ানো।

তুমি,
থাকো আমার কবিতায়,
থাকবে আমার ভণিতায়।
আমার ভাবনার শক্তি,
আমার প্রেরণার উক্তি।

যতই থাকবে অজান্তে,
ততই জানবে দিগন্তে।

লেখকঃ কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন