এই বৃষ্টি ভেজা ক্ষণে!
আমি তোমায় ছুয়ে দেখতে চাই আরো কাছে থেকে।
আমি সেই সুখ পেতে চাই যা আমার ভাবনায় রয়েছে।
বিষণ্ণ ভাবে চাইছি তোমায়,,,,
প্রতিটা ক্ষনে তোমার বিচরণ অনুভব করছি।
তুমি কি আমায় ভুল বুঝবে কেন বলো?
আমি ভালোবাসি তাই কাছে তোমায় চাইতেই পারি।
বৃষ্টিতে জড়িয়ে ধরে রাখতে চাইতেই পারি।
ভুল বুঝবে?
আমি তোমার জন্য গুনি অপেক্ষার প্রহর
তুমি অনন্য ভিন্ন একজন, তুমি গভীর চিন্তার গহর।
ইসমত আরা ইশরাত- কবি