Ads

অস্তগামী সূর্যের সংলাপ

এমদাদুল হক হিম

পকেটের খুচরো আলাপ এখন বিলাপ, রংচটা জিন্স এখন বেমানান একদম; রাস্তায় দাঁড়িয়ে অসম্ভব!
চটপটি, আলুরদম।

বোতাম খুলে শার্টের হাতা গুটিয়ে চলা,
“র” দিয়ে শেষ শব্দগুলো
“ড়” দিয়ে স্টাইল করে বলা,
এখন বিষাক্ত বাতাস!

শরতের কাশবেন প্রজাপতি মন উদাস!
শুভ্র মেঘগুলো এখন কেবলই দীর্ঘশ্বাস!

তুই করে ডাকা প্রিয় বন্ধু এখন স্মৃতির দেয়ালে টানিয়ে রাখা ছবি,
কেবলই মনে মনে কথা বলা।

এক কাপ চা তিনজন,
পাঞ্জাবির পকেট ভর্তী পাঁচ টাকার কয়েন,
কাগুেজ নোট করে দেয় গলির দোকানের শাহিন।

দিয়াবাড়ি ঘাট, শুক্রবার জমজমাট!
রঙিন ফিতা রকমারী কাঁচের চুড়ির ঝিলিক, সবাই ফিটফাট।
এসবই কেবল ইতিহাস,
পকেটের খুচরো আলাপ এখন বিলাপ।

উত্তাল জলের উর্বশী ঊর্মি নিখোঁজ, সময়ের ব্যাগ ভর্তী এখন কেবলই বালুচর।
অবসরপ্রাপ্ত যৌবন নিরব নির্লিপ্ত,
সাগর বেলায় ঝিনুক কুড়ানোর স্মৃতিরা ধূসর।

লেখকঃ , কবি ও সাহিত্যিক।

অস্তগামী সূর্যের নিস্প্রভ আলো অট্টালিকায় আঁধারের ছায়া,
পাঁজরের নীচে চিনচিনে ব্যথা, পেয়ে হারানো কত মায়া!

আরও পড়ুন