Ads

আঁধার পুরুষ……

শোয়াইব আহমদ

আমার দেশে এখন এতো আঁধার কেনো?
নারীর উপর পুরুষ আজ চড়াও কেনো?
পুরুষ মানেই যৌনতা কি করছে খেলা মাথার ভেতর?
নারী হলেই খুবলে, খেয়ে পুঁতে রাখো নালার ভেতর?

ভুলছো কেন পুরুষ তুমি, তোমার জন্ম নারীর মাঝে!
নাড়ীর টান কে কেমন করে, নষ্ট করো উরুর মাঝে?

পুরুষ তুমি পুরুষ হও, হয়ো নাকো তুমি রাক্ষস!
রক্ষাকর্তা না হতে পারো, তবুও হয়ো না ধর্ষক!

তুমি জন্ম নিয়েছো, নারীর গর্ভে নাম দিয়েছো “মা”!
ভালেবাসতে নাই পারো, তাকে খেয়ো না!
মায়ের পরে পরম মায়া, যাকে ডাকো “আপা”।
পারবে তাকে নষ্ট করতে? পিষতে লাগবে জাঁতা।

যাকে তুমি ভালোবাসো, তাকেই দাও কষ্ট?
তুমি তো আর পুরুষ নও, তুমি এখন নষ্ট!

ঘরের সুবাস কন্যা তোমার, ডাকছে তোমায় বাবা!
দোহাই লাগে বাড়িয়ো না আর, নিকষ কালো থাবা!

পুরুষ তুমি পুরুষ হও, করো নাকো আর পাপ !
যদি তুমি না বদলাও, তবে পাবে শুধু অভিশাপ!

 

আরও পড়ুন