আষাঢ়ের কালো মেঘ সারা আকাশের গায়।
আহা এমন দিনে মন ঘরে রাখা দায়।
এসো বন্ধু চল পথে নামি
চল হাত ধরি
চল বৃষ্টিতে ভিজি।
আজ বৃষ্টি ভেজার দিন।
জলের ধারা বহিছে প্রবল
চারদিকে পানি করে ছল্ ছল্।
ঘন কালো ঐ আষাঢ়ের মেঘ,
নদীতে জোয়ারের বেগ,
চল জলের জোয়ারে ভাসি
চল বৃষ্টিতে ভিজি।
আজ বৃষ্টি ভেজার দিন।
এসো বন্ধু ঘর ছেরে এসো
এসো নব ধারায়
নব উল্লাসে মাতি,
আজ পথ হারাবো,
আজ উন্মাদ হবো।
কবিতার লাইন সব হবে
এলোমেলো,
এসো বন্ধু ঘর ছেরে
বৃষ্টিতে ভিজি চল।
রত্না আফরোজ- কবি