আমার হাতে বিশ্বের নামীদামী ক্যামেরা…
আমার চোখ মানুষ খোঁজে,
ক্যামেরার চোখ খোঁজে মানবতা।
মানুষের অবয়বে তাক করি
লেন্স দুরত্ব পজিশন সব ঠিক
মানুষের ছবি ক্যামেরাবন্দী হয় না।
আমার চোখ মানুষ খোঁজে
ক্যামেরার চোখ খোঁজে বিবেক।
আমার হাতে বিশ্বের নামীদামী ক্যামেরা…
আমি তলিয়ে যাই
আমি ব্যাথাতুর চোখে চেয়ে থাকি
আমি হারিয়ে যাই
আমার আশা ভঙ্গ হয়
আমার চোখ মানুষ খোঁজে!
শত চেষ্টা পরে কিছু মানুষের উদ্ভট ছবি ক্যামেরাবন্দী হয়।
প্রাণ আছে, জীবন্ত নয়
জ্ঞান আছে, বিবেক নেই,
ফ্যাকাশে উদ্ভট কিছু মানুষের ছবি দেখি
আজব কিছু মানুষ দেখে অবাক হয়ে যাই!
আমার চোখ মানুষ খোঁজে!
আমার হাতে বিশ্বের নামীদামী ক্যামেরা…
সাইফুল ইসলাম খান- কবিও সাহিত্যিক।