Ads

আমার ঠিকানা

 নুরে আলম মুকতা

ভাটির দেশের মানুষ বাহে
সরল আমার চলা ,
বুকের ভেতর জারি বাউল
নিত্য করে খেলা।
চান্দ সদাগর পদ্মাবতী
স্বপ্নে আমার আসে,
রং বেরঙের বাহারী ফুল
ফোটে বারো মাসে।
দেবদাসের প্রেমের বীথান
পুঁথির পাতায় লেখা,
একাত্তরের রন ভয়ানক
আছে আমার দেখা।
মা জননীর উদাস চোখে
আমি সোনার স্বপন ,
এই মাটিতে শুতে পারি
যখন ইচ্ছে তখন।
কুন্ঠে বাহে জাগো সবাই
ডাকে নুরলদীন,
সবাই আমার স্বজন প্রিয়
নেইতো কেউ অচীন।
মাঠের চাষা নায়ের মাঝি
বেজায় আমার প্রিয়,
তোমরা যদি ঐ গাঁয়ে যাও
আমায় সাথে নিও।
তপ্ত দুপুর ঘাস ফড়িং আর
ধান শালিকের দল ,
সাথে নেবে আমায় কি না
সত্য করে বল?
জামতলাতে রাখালী সুর
বুকের ভেতর বাজে,
এখানেই থাকবো আমি
নেইকো কোন কাজে ।

 নুরে আলম মুকতা কবি, সাহিত্যিক ও সহ-সম্পাদক, মহীয়সী।

আরও পড়ুন