Ads

আহ্বান

বেলাল বকুলঃ

আয়রে শিশু আয়রে কিশোর
কুরআন পড়তে যাই
কুরআন হাদিস না শিখলে
কোনই মূল্য নাই।

কুরআন হাদিস পড়বি তোরা
সুন্দর কথা শিখবি
সদা সত্য বলবি তোরা
সত্য সবি লিখবি।

সমাজ টাকে সাজাতে হবে
সঠিক সত্য রুপে
কুরআন হাদিস পড়তে হবে
থাকিস না আর চুপে।

পরকালে নাজাত পাবি
পাবিরে সুখ-শান্তি
রাখবি বুকে করআন হাদিস
হবি না বি-ভ্রান্তি।

লেখকঃ কবি।

আরও পড়ুন