–হোসনে আরা মেঘনা
মেঘে জল কোলাহল করছে সারাক্ষণ
শরতের প্রকৃতি এ যে দেখি বিলক্ষণ !
পথে জল, ঘাটে জল, পুকুর জলে ভরপুর,
আকাশ হতে জল পড়ে সারাদিন টাপুর টুপুর।
তাল গাছ-আম গাছ সবার দেখি হাঁটু জল
ভাদ্রের ধান ক্ষেত জলের তলায় ঢল্ তল্।
মটর-বাইক চলতো যেথা চলছে পানসী
জেলে ভাই জাল ফেলে খুশিতে অট্টহাসি!
কারো দেখি উঠোনে জল খেলছে ছলাৎছল
সাপ-ব্যাঙ স্থান নিল মানুষের খাটের তল্।
প্রায়ই শুনি সাপে কেটে মানুষ জন মরছে
লোকে কয় সাপের পরে করোনা ভর করছে।
খাল-বিল, নদ-নদী জলে দেখো টুইটম্বুর
সবুজের গালিচা বিনে বাংলা আজি দিগম্বর।
বাংলার প্রকৃতি আজি দেখি ভিন্নরুপ
এ দৃশ্যে বিমোহিত, আতঙ্কিতও তদ্রুপ।
বাংলার এই বেশ সুখের নাকি বেদনার
এই চিন্তায় খাওয়া নেই আমাদের মদনার।
হোসনে আরা মেঘনা- কবি ও সহ-সম্পাদক, মহীয়সী।