-সুবর্ণ শৈশব
এইযে বৃষ্টি হচ্ছে, ঢের বৃষ্টি
কথা ছিল দু’জনে ভিজবো বৃষ্টিতে
সেইতো বর্ষা এলো কত্তোদিন,
আষাঢ় যাই যাই করছে
কঠোর রৌদ্দুর কেড়ে নিল বৃষ্টির সুখ
আমাদের স্নিগ্ধ প্রেম শেকলে বাঁধা
পড়ল রৌদ্রের খরতাপে।
কী হতো যদি অঝর ধারায় বর্ষা
নামতো পুরো আষাঢ় জুড়ে?
কালো কালো মেঘ আকাশে উড়ে
সাদা মেঘ উঁকি দেয় মাঝে মাঝেে
মৃদুমন্দ বাতাস উড়িয়ে নেয় পথের যতো ধুলো
তবুও যেন হারিয়ে গেছে ঈদগাহ
মাঠের শ্যামল মুখের হাসি।
তুমিও ম্লানমুখে স্নান সেরে
আউলা চুলে দাঁড়িয়ে ব্যালকনিতে,
ভাবো কী ভাবনাহীন কত
ভেঙ্গে যাওয়া স্বপ্নের কথা।
এবার বর্ষায় একদিন বৃষ্টির আশায়
আমি পথ চেয়ে বসে আছি,
কখন নামবে বৃষ্টি?
তৈরি থেকো,
দুজনে ঝটপট নেমে যাবো অবগাহনে
যদি কখনো হঠাৎ নেমে আসে বৃষ্টি
ভিজতে ভিজতে দুজনে
দৃষ্টি ফেরানোর সুযোগ পাবোনা হয়তো।
প্রিয়তমা,প্রেম মানেইতো প্রতীক্ষার দীর্ঘ প্রহর
বৃষ্টিতে ভেজাতে হয় পুড়ে যাওয়া দ্বগ্ধ শহর।
লেখকঃ কবি।