অন্তর অন্দরে স্মৃতির রোমন্থন
ফুলে পাপড়িতে রঙিন স্ফুরণ
অবাক শিহরণে মুখ রাঙা হয় লাজে,
অভিমানি মন আর মানে কতক্ষণ
কারো শূন্যতায় যখন
বিবাগী সারাক্ষণ
আপন মনে কত প্রশ্নের উত্তর খোঁঝে !
এতটা তাচ্ছিল্য অবহেলা পেয়েও
কিভাবে এত শ্বাশত নারী প্রেম,
কিভাবে এত দুঃখ কষ্ট সয়েও
অকাতরে ভালোবেসে যায় নারীমন ?
কিভাবে কেউ কখনো ক্ষান্তি নেয়না কোনদিনও-
রুটিন মাফিক প্রাত্যহিক কাজে?
শত কষ্টকে বুকে পুষেও কেবা থাকে প্রাঞ্জল,
কোথায় পায় নারী এত মনোবল ।
কোন সে মহামহীম দায়বদ্ধতায়
মমতাকে করেন তাঁরা গর্ভে ধারণ ?
সারাটা জীবন কি করে আপন মাধুরিতে
গড়ে যায় ইহ-পরলোকের সেতুবন্ধন?
মানুষ চলে যায়,
ভালোবাসা না হারায়,
ভালোবাসা রয়ে যায়
হৃদয়ের মণিকোঠায়,
এত ভালোবেসেও কেন ধরায়
সবাই চীরতরে চক্ষু বোঁজে ?
কত প্রশ্ন উত্তর খোঁঝে মনের মাঝে !
কারো শূণ্যতায় বিবাগী সারাক্ষণ,
পাতায় কান পেতে ফুলের অবগাহন
করে অভিমানী মন !
আবদুর রহিম রবিন- কবি