Ads

কবিতার কথা

যদি জিজ্ঞেস করো আমায়,
আমার প্রিয় একটি কবিতার কথা।
তবে আমি নির্বাক হয়ে থাকবো
কেননা, এ প্রশ্নের উত্তর
আমার কাছে, বরাবরই অমীমাংসিত।

যদি জানতে চাও,
হৃদয় দিয়ে উপলোব্ধি করেছো এমন কিছু কি আছে?
তখন বেশ বলতে পারবো
একটি কবিতার কথা।

যে কবিতা আমার কথা বলেছে,
বলেছে আমার রক্তকনিকার সাথে মিশে থাকা তৃষ্ণার কথা।
যে কবিতা আমার
ভাঙ্গা অস্তিত্বের কথা বলেছে,
অস্তিত্বের ভাঙ্গা টুকরো গুলো তার প্রতিটি বর্ণমালায় জুড়ে দিয়েছে ।

যে কবিতা আমার
বিশ্বাস ও ব্যর্থতার কথা বলেছে
অনুতাপ ও আগ্রহের কথা বলেছে
শাসক ও শাসিতের কথা বলেছে
আশা ও আলোর কথা বলেছে
প্রভু ও প্রিয়ার কথা বলেছে।

যে কবিতার প্রতিটি শব্দ আমার মতো টলায়মান দিকভ্রান্ত নৌকার চিত্র এঁকেছে।
যে কবিতা ধীশক্তিহীন এক ভাষাহীনার ভাষা দিয়েছে।

যদি শুধাও,
কিসের সে ভাষা যা তোমার হিয়া স্পর্শ করেছে?

একটু হেসে কইবো, “প্রার্থনার ভাষা “।

এখন বলতো শুনি, সেই প্রার্থনার পংক্তি।

শোন তবে…..
“পৌছুতে চাই প্রভু তোমার সান্নিধ্যে
তোমার সিংহাসনের নিচে একটি ফুরফুরে প্রজাপতি হয়ে।
যার পাখায় আঁকা অনাদিকালের
অনন্ত রহস্য “।

#কবিতার_কথা

লেখকঃ সুমেরা_জামান, কবি ও সাহিত্যিক।

আরও পড়ুন