Ads

কবির প্রস্থানে

কবি আহমদ বাসির স্মরণে নিবেদিত কবিতা

-ফারহানা শরমীন জেনী

ইথারে ভেসে খবর এলো
কবি তুমি নাকি মৃত্যু বরণ করেছ?
আমি বলি তাই কি হয়;
শরীর নিথর হয়েছে,
সৃজনশীল যা করেছ সৃজন
তার কি হয় মরণ!

এসেছিলে দমকা হাওয়ার মতো
মেধার ঝলক ছিলো ক্ষুরধার শানিত
আর এক টুকরো মায়বী হাসি
এইতো ছিলো তোমার মূল্যবান সম্পদ
যা করে গিয়েছ অসিয়ত
সুশীল সমাজের হাতে তোমার পদ্য।

টিনের চাল বেয়ে ঝরে পড়া জোস্নার সাথে
ছিলো তোমার গভীর আলাপন
হৃদয়ে ছিলো নজরুল, ফররুখ, আল মাহমুদের
সকল লেখার ফসিল সযতন।

অভাবের সাথে ছিলো গাঁটছড়া বাঁধা
তাই  হয়েছিল তোমার জীবনের বাধা
হয়তো দুশ্চিন্তার উইপোকারা
খেয়েছিলো হৃদয়কে খুঁড়ে খুঁড়ে,
তা-ই হৃদযন্ত্র একেবারেই গেল থেমে।
যাতনা বেদনা সব লুকিয়ে
হারালে তুমি ওপারের সুন্দর ভূবনে
তবুও জেগে আছো সাহিত্যের অঙ্গনে।

জীবিত থাকতে যতটা না জেনেছি
তোমার প্রতিভার কথা
মরণে যেন প্রমাণ করলে তাই
রচনা করে শোকগাথা।

ফারহানা শরমীন জেনী – কবি, সাহিত্যিক ও ডহ-সম্পাদক, মহীয়সী।

আরও পড়ুন