মারুফা সুলতানা
করোনা নামের নতুন এক রোগ
আসলো এই ধরাতে,
মরছে মানুষ হাজার হাজার
আজব এই জরাতে ।
আটকা মানুষ ঘরে ঘরে
যাচ্ছে না কেউ বাইরে ।
এমন জটিল পরিস্থিতি
কি যে করি ভাইরে?
দোয়া দরূদ পড়ছি সবাই
মাফ করে দাও প্রভু,
ভুল করেছি এই জীবনে যা
আর হবে না কভু।
তুমি রহিম তুমি মালিক
তুমিই মেহেরবান।
সকল কিছু ঠিক করে দাও
বাঁচাও মোদের প্রাণ ।
কবিঃ কবি,ব্যাংকার এবং দুরন্ত টেলিভিশনের মাস্টারমাইন্ড ফ্যামিলি বাংলাদেশের চ্যাম্পিয়ন সরকার আহমেদ সাফওয়ানের মা