Ads

কুরবানি ।। আলী ওসমান শেফায়েত

।। আলী ওসমান শেফায়েত ।। 

হাটে গিয়ে গরু কিনে জলিল চাচা হাসে,
দলে দলে গাঁয়ের লোকে দেখতে শুধু আসে।
ভাবছে চাচা তার গরুটাই সবার চেয়ে বড়ো,
প্রশংসা আর বাহবা দিতে লোক হয়েছে জড়ো।

চাচি ভাবে জামাই আদর হবে এবার ঈদে,
হাটে থেকে লাল গরুটা আনছে মেয়ের জিদে।
চাচির ছেলে সেলফি তুলে ফেসবুকে দেয় ছেড়ে,
শত শত পড়ছে লাইক সবার নজর কেড়ে।

সুনাম দেখে গর্বে চাচার বুকটা ফুলে ওঠে,
কুরবানিটাও হবে সেরা হাসি ফোটে ঠোঁটে।
লাল গরুটা জবাই হলো ঈদের নামাজ পরে,
গোস্ত গুলো ফ্রিজে গেল জলিল চাচার ঘরে।

গরিব দুখী পেল না তো তাদের ভাগের গোস্ত,
জলিল চাচার সাথে খেলো স্বজন শ্বশুর দোস্ত।
সব হলেও জলিল চাচার কুরবানিটা হয়নি,
সাম্য-প্রীতির কথাগুলো জলিল চাচা কয়নি।

জলিল চাচার গল্প থেকে শিক্ষা নিতে পারো,
তাকওয়াটা জাগাও মনে প্রদর্শনী ছাড়ো।
মনের পশু কুরবানি দাও সফল তুমি হবে,
তোমার ত্যাগের গল্পগুলো স্বরণীয় রবে।

কুরবানি দাও রবের তরে ইব্রাহিমের মতো,
দূরে ফেলে মনের কালো অহমিকা যতো।
পশুর আকার দেখে কভু কুরবানি তো হয় না,
নিয়ত ছাড়া অন্য কিছু মহান প্রভু লয় না।

কবিঃ লেখক, শিক্ষক ও গবেষক

…………………………………………………………………………………………………………………………

মহীয়সীর প্রিয় পাঠক ! সামাজিক পারিবারিক নানা বিষয়ে লেখা আর্টিকেল ,আত্মউন্নয়নমূলক অসাধারণ লেখা, গল্প  ও কবিতা  পড়তে মহীয়সীর ফেসবুক পেজ মহীয়সী / Mohioshi  তে লাইক দিয়ে মহীয়সীর সাথে সংযুক্ত থাকুন। আর হা মহীয়সীর সম্মানিত প্রিয় লেখক! আপনি আপনার পছন্দের লেখা পাঠাতে পারেন আমাদের ই-মেইলে-  [email protected]  ও  [email protected] ; মনে রাখবেন,”জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও উত্তম ।” মহীয়সীর লেখক ও পাঠকদের মেলবন্ধনের জন্য রয়েছে  আমাদের ফেসবুক গ্রুপ মহীয়সী লেখক ও পাঠক ফোরাম ; আজই আপনিও যুক্ত হয়ে যান এই গ্রুপে ।  আসুন  ইসলামী মূূল্যবোধে বিশ্বাসী প্রজন্ম গঠনের মাধ্যমে সুস্থ,সুন্দর পরিবার ও সমাজ গঠনে ভূমিকা রাখি । আল্লাহ বলেছেন, “তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে চলো ।” (সূরা বাকারা-১৪৮) । আসুন আমরা বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে সমাজে অবদান রাখতে সচেষ্ট হই । আল্লাহ আমাদের সমস্ত নেক আমল কবুল করুন, আমিন ।

ফেসবুকে কবি আলী ওসমান শেফায়েত

আরও পড়ুন