Ads

কৃপাণের আঘাত

আব্দুল মতিনঃ

ঢেকেছে ভুবন তমসাচ্ছন্ন তিমিরে
চন্দ্রিকা যখন হারিয়েছে আলো।
যখন প্রিয়াকে ধার দিয়েছি স্বপ্ন
আমি ক্লান্ত নই,বেশ আছি ভালো।
বায়েজাপ্ত হয়েছে জীবনের সকল ইচ্ছা
কৃপাণের আঘাতে আমি বেদনা বিধুর।
বাধা দিতে পারিনি অহি নকুলকে
ম্লান হয়েছে শত সম্পর্ক মধুর।
কৃপাণের আঘাতে ক্ষত-বিক্ষত
লুণ্ঠন হয়েছে আমার শান্তির যামিনীর।
হরণ করেছে যে শূর চিনেছি তারে
কে মুছবে অমানিশা?আলো দামিনীর।
হন্তারক হয়েছে শুভ নীরদ
আমার সাধনা লুটিয়ে দিয়েছি।
আজ আর নেই ক্লান্তি
সব যাতনা হজম করেছি।।

লেখকঃ কবি, সাহিত্যিক ও সহ-সম্পাদক মহীয়সী।

আরও পড়ুন