Ads

কোথায় পেলি?

রফিকুল্লাহ্ কালবী

প্রজাপতি প্রজাপতি,
কোথায় পেলি রঙ বেরঙের পাখা?
রংধনুটার সবগুলো রঙ
তোর শরীরে আলতো করে মাখা।

ও কোকিলা- ও কোকিলা,
কোথায় পেলি এমন মধুর সুর?
গান শুনে হই পাগলপারা-
গলার আওয়াজ মিষ্টি যেন গুড়।

ওরে ও ফুল- কুসুম কলি,
কোথায় পেলি এমন সুবাস তুই?
ভালোবেসে বুকে জড়াই-
মন চায় তোর কোলের কাছে শুই।

ও জোনাকি- ও জোনাকি,
কোথায় পেলি এমন আলোর বান?
আমি যে তোর বন্ধু হবো-
একটু আলো করতে পারিস দান।

ওরে ও মেঘ- আঁধার কালো,
কার বিরহে কাঁদিস জীবনভর?
হৃদয় ভাঙার শব্দ শুনি-
এক নিমেশে আপন যে হয় পর।

রফিকুল্লাহ্ কালবী কবি ও ছড়াকার।

আরও পড়ুন