Ads

গল্প

শিমু খান

একটা প্রজাপতি নিয়ে গল্প লেখার ইচ্ছেয় কি?
কলম্বাসের নতুন দেশ খুঁজে ফেরা,
গতানুগতিকের বাইরে যাওয়া কি ছিল তাড়া। কে জানে!
একটা গল্প লেখা হয়নি,
টগর মাসী একাত্তরে পাড়াতো ভাইয়ের জন্য সম্মান বলি দিয়েছে,
এ গল্প জানে ক’জনা?
একটা গল্প লেখার জন্য,
বখাটে ছেলেটা চাকরি খোঁজ করে,
মেয়েটার বাড়ি বলে “ছেলেটার চরিত্র বদলায়নি মোটেই।
একটা গল্প লেখার ইচ্ছেয়,
সাদা ঝিরিঝিরি পাতার মাঝে হলুদ পরাগ জমা,
ফুলটি পরিচিত হয়নি কখনো!
একটা গল্প হবার ছিল,
তুমি আমির মাঝে,জীবন পাড়ে দাঁড়িয়ে সময় হাসে,
ফিরে আসি খালি হাতে,খালিই ছিল হৃদয় দুটো।
গল্প লেখার কাগজ নদীর বুকে ভাসে।

শিমু খান – কবি।

আরও পড়ুন