উড়বো কোথায় কোন আকাশে,
ভাঙলো ঝড়ে ওড়ার ডানা,
প্রজ্বলিত প্রীতির আগুন
প্রেমের স্তুপে অশ্রুকণা।
মিথ্যেবাদী শহরটাতে
নেই যে কোথাও মনের দাবি,
শতেক সুশীল সভ্যজনে
খেলছে নিয়ে ফাঁকির চাবি।
চাইনে আমি বাকচাতুর্য
লোকজ সময় বেচাকেনা,
শোক ও লজ্জা থাক আমারই
মিটিয়ে আমার সকল দেনা।
বহুদিনের পূর্ব স্মৃতির
জ্বলছে শিখা সত্ত্বা জুড়ে,
খুঁজবোনা আর নিখাঁদ হৃদয়
নতুন কোনো উপাচারে।
দোহাই তোদের,
আলাদিনের অবাক পিদিম
জ্বালাস না আর আমার ঘরে,
আমি এমন সামান্য জন,
থাকবো আমি চন্দ্রাহত
নেহাত কেবল হাহাকারে।
ফাহমিদা ফাহমি- কবি