Ads

ছবির ছড়া

আব্দুস শাকুর তুহিন

প্রাণহীন খড়, ঘাস লতাপাতা
কোন্ শিল্পীর এই অমেয় খাতা!

আলো আর আঁধারির
মেলা ফাঁকে ফাঁকে,
আঁধারেও এতো রঙ
কে জানি গো মাখে !

আসমান থেকে এক
সাদা ফুল তারা,
তুলে এনে ঢেলে দেয়
বেগুনীর ধারা।

তারা ফুল গায়ে দিলো
সফেদ শাড়ি,
বেগুনী রঙের নাও
এই গাঁও ঐ গাঁও
পাড়ি দিয়ে পৌছালো
শাড়ির বাড়ি।

মুগ্ধ পথিক থামে
থামে দৃষ্টি,
কোন্ শিল্পীর মনে
রঙ বৃষ্টি!

অন্তরালেই থাকে
শিল্পীর নাম,
শিল্পীর প্রতি এই
ভালোবেসে লিখে দেই
প্রশংসা খাম।

লেখকঃ কবি, গীতিকার, সুরকার ও শিল্পী। 

আরও পড়ুন