ছবের ডেগ্যার বেজায় অসুখ
নেইতো মুখে রুচি
কেজি দু’য়েক মিষ্টির সাথে
খায় গোটা পঞ্চাশেক লুচি।
কামলা খাটে ভোজন রসিক
অভুক্ত হাভাত-ঘরে,
কিপটে যারা নেয়না কাজে
ভাত ঢোঁসানোর ডরে।
ভাত খেতে সে খায়না পানি
বউ রেগে দেয় আড়ি
নিজের দিকে খেয়াল কেবল
ভরায় নিজের চাড়ি।
বোনের বাড়ি দাওয়াত পেয়ে
সেকি ডেগ্যার নাচন !
বহু দিন পর পেটটা ভরে
করলো সে আজ ভোজন।
এক কেজির বিরিয়ানী
মাংস কেজির উপর
অরুচীতে ভুগছে তবু
এক নিমেষে সাবাড়।
আঁৎকে ওঠে ডেগ্যার বোন
কয় সে জোরে-সোরে —-
“রুচি মুখে ফিরবে যেদিন
আসিসনে আর ভাইরে !”
হোসনে আরা মেঘনা- কবি