Ads

জীবনের ক্যানভাসে ফ্যাকাসে ছবিটা

আজকাল খুব মৃত্য মৃত্যু গন্ধ পাই

কবরের ডাক শুনি ঘুমের ঘোরে ।

অসীমের পথ যেন দুয়ার খুলে

হাতছানি দিয়ে ডাকে অবিরাম।

 

জীবনের জোনাক জ্বলা রাতের

ক্ষয়ে যাওয়া দেখতে দেখতেই

ছুঁয়ে দেখি সেইসব রাত্রিদিন

তমসা যার অপর নাম।

 

এই ঘুম কাতুরে জীবনের অর্ধেকটা তো

কেটে গেছে শুধু ঘুমিয়েই নিশিদিন।

এই সাদামাটা জীবনের ক্যানভাসে

রংতুলি কেবলই হাহাকার করে।

তুলির পরশে ভেসে উঠে ফ্যাকাসে ছবিটা

যা কেবলই বাড়িয়েছে ঋণ ।

 

অসীমের পথে আমি হেঁটে চলেছি

খন্ডিত সময়ের পিঠে চড়ে।

পিছুটান পিছু নেবে, সব কিছু পড়ে রবে।

জীবনের দেনা শোধ করার আগেই হয়তো

একদিন মরে যাবো,তোমাদের থেকে যাবো সরে।

 

মিনতি আমার ওগো মহীয়ান

সময়ের ঋণ মুছে সবটুকু,

জীবনের দেনা শোধ করে তবেই যেন

অসীমের পানে হাঁটি ।

তাওফিক দিও রব

ক্ষমা দিও তার,ভুল যত সব।

 

 

আরও পড়ুন