Ads

জীবনের গান

মাহফুজুর রহমান আখন্দ

কষ্টগুলো বুকের মাঝে পাথর হয়ে জমে
চেষ্টা চালাই দিনে রাতে তবুও না কমে
ওগো দয়াময়
তোমার প্রেমের পরশ ছাড়া হয় না নিরাময়

তুষের আগুন ধিকিধিকি ঘরের ভেতর জ্বলে
দমকা গরম জলো হাওয়ায় বরফও না গলে
শান্তি পরশ পাওয়ার আশায়
চাদর বিছাই ভালোবাসায়
তোমার রহম ছাড়া দয়াল হয় না সুখময়

ঘরের বাহির হই যখনি আমি
কষ্ট জ্বালা ঘিরে ধরে আকাশ থেকে নামি

কাজের মাঝেও কষ্টগুলো আঁধার হয়ে আসে
অসহায়ের করুণ দশা কেউ থাকে না পাশে
হৃদয় জুড়ে উঠলে কাঁপন
কেউ তো তখন হয় না আপন
তোমার কাছেই শান্তি খুঁজি ওগো দয়াময়।
.
ইউনিক প্যালেস, রাজশাহী।

আরও পড়ুন