আবু সাইফাঃ
যদি জাড্যতা পেয়ে বসে
বরফযুগের মত
চিন্তার উর্বর ভূমি হয়ে যায় মরুভূমি
কিছুই অকারণ নয়
তার পরও বহু কিছু ঘটে কার্যকারণ সম্বন্ধহীন
আমার মত
আমি আজ কার্যকারণ সম্বন্ধহীন
জীবন আজ মরুময় প্রান্তরে বিলীন
ক্রমাগত ক্ষয়ে যায়
অযাচিতভাবে ভয়েরা আসে
একটা ভয়ের পশ্চাতে আরো অনেক ভয়
দেহের সমস্ত গেরোগুলো শিথিল হয়ে আসে
না কোন সমাবেসে সুখের আবেশ নেই
জাড্যতাগ্রস্ত দেহে যেন আত্মার উপস্থিতি নেই
এ দেহ অন্য কারো
পরিবারপরিজন দেহ ও সমাজ
এ দেহটাকে দিয়ে চলে সকলেরই কাজ
আমাকে দিয়ে কেবল আমারই
চলে না
আমাকে আমি আর বয়ে নিতে
পারি না
এ বরফাস্তীর্ণ হীম সময়ের স্রোতে
জীবন যেন থেমে আছে
জরাজীর্ণ প্রাচীন ঘড়ির পেন্ডুলামের সাথে
লেখকঃ কবি, সাহিত্যিক ও সহ-সম্পাদক, মহীয়সী।