মেহেনাজ তাবাসসুম
কতটা আঁধার পার হলে বলো
আলোরেখা দেখা যাবে,
কতটা জীবন রক্ত ঝরালে
সফলতা খুঁজে পাবে।
কত মায়েদের বুক খালি হলে
প্রকৃতি কাঁদবে যেনো,
বোনের, ভাইয়ের ,পিতার কান্না
বলো মিছে হবে কেন !
কতটা আগুন জ্বললে এ বুকে
সব ছারখার হয় ।
কত সমুদ্র পাড়ি দিলে পরে
মঞ্জিলে পৌঁছায় ।
এতো যে রক্ত , এতো যে দহন
এতো যন্ত্রণা সয়ে,
তবুও কী থামে বিপ্লবী মন
পরাজিত মাথা নুয়ে!
শত কোটি ফুল ঝরে পড়ে দেখো
বেলা-অবেলার মাঝে ,
তাতেও থামেনা ফুলের জন্ম
নানা-রঙ নানা সাজে ।
সেই স্বপ্নেই বিভোর হয়ে যে
নতুন জন্ম খুঁজি,
দৃঢ় প্রত্যয়ে হৃদয়ে শক্তি
নিতে হবে তাই বুঝি। তাবাসসুম
কতটা আঁধার পার হলে বলো
আলোরেখা দেখা যাবে,
কতটা জীবন রক্ত ঝরালে
সফলতা খুঁজে পাবে।
কত মায়েদের বুক খালি হলে
প্রকৃতি কাঁদবে যেনো,
বোনের, ভাইয়ের ,পিতার কান্না
বলো মিছে হবে কেন !
কতটা আগুন জ্বললে এ বুকে
সব ছারখার হয় ।
কত সমুদ্র পাড়ি দিলে পরে
মঞ্জিলে পৌঁছায় ।
এতো যে রক্ত , এতো যে দহন
এতো যন্ত্রণা সয়ে,
তবুও কী থামে বিপ্লবী মন
পরাজিত মাথা নুয়ে!
শত কোটি ফুল ঝরে পড়ে দেখো
বেলা-অবেলার মাঝে ,
তাতেও থামেনা ফুলের জন্ম
নানা-রঙ নানা সাজে ।
সেই স্বপ্নেই বিভোর হয়ে যে
নতুন জন্ম খুঁজি,
দৃঢ় প্রত্যয়ে হৃদয়ে শক্তি
নিতে হবে তাই বুঝি।
কবি: কবি, সাহিত্যিক ও সহ-সম্পাদক,মহীয়সী