Ads

তিনি নাকি

 

তিনি নাকি সব খান
আলু পটল খান
ভাজি ও ঝোল খান
অফিসে ঘুষ খান
বাড়িতে জুস খান
তিনি নাকি সব খান।

তিনি নাকি সব খান
রাজপথের গাছ খান
খালবিল ও মাছ খান
আর ফুটবলমাঠ খান
গুদারা ঘাট খান
তিনি নাকি সব খান।

তিনি নাকি সব খান
বল করে দল খান
রিলিফের কল খান
দুম্বা খেজুর খান
কুলি মজুর খান
তিনি এসবই খান।

 

আবু সাইফা -কবিও সাহিত্যিক।

আরও পড়ুন