তুমি চাইলে,
ভোরের শিশির হয়ে তোমায় ভেজাবো।
তুমি চাইলে,
তোমার স্বপ্নে ভেসে বেড়াবো।
তুমি চাইলে,
তোমার দুঃখ কষ্ট সব সুখ করে দিবো।
তুমি চাইলে,
রৌদ্রজ্জ্বল দিন হয়ে তোমায় পোড়াবো।
তুমি চাইলে,
গোধূলির আলোয় তোমায় রাঙাবো।
তুমি চাইলে,
সন্ধ্যার জোনাকি হয়ে তোমায় আলো দিবো।
তুমি চাইলে,
অমবশ্যার রাতে পূর্ণিমার চাঁদ হবো।
তুমি চাইলে,
আমৃত্যু পর্যন্ত তোমার পাশে থাকবো।
তুমি চাইলে ,
মহানন্দে তোমায় রাখবো।
তুমি চাইলে,
তোমার সুখে হাসবো আর তোমার দুঃখে কাঁদবো।
শুধু আমায় কখনো পরিবর্তন হতে বলো না,
কারণ আমি এই আমিতেই সন্তুষ্ট।
অগোছালো এই আমিকে
নিজের মতো গুছিয়ে নিও।
মনোয়ারা আক্তার – কবি।