———————আবু সাইফা
আমরা সেই আগের জায়গাতেই আছি,
তাই অন্যায়ের কাছে নতজানু হয়ে বাঁচি।
দুর্গম গিরিপথে যাত্রীরা পড়ে আছে
এখনো জাতি শিখেনি সন্তরণ
শৃঙ্খলিত হয়ে আছে যত অনিয়মের কাছে।
তোমার নিয়ম ভাঙার গান আজ কতটা প্রাসঙ্গিক
তুমি নেই বলে বুঝি পলেপলে অবেলায়
ক্লাইভের খঞ্জর-খাড়া ঘাড়ে চেপে বসে আছে
প্রচ্ছন্ন প্রহেলিকায়।
চিরগৃহহারা বঞ্চিত পথিকের মরমবেদনা
তোমার মত করে বোঝে না কেউ বোঝে না।
ধর্মান্ধ ধর্মকুসীদজীবী ব্যবসায় ফুলেফেঁপে
আঙ্গুল তার হয়ে গেছে কলাগাছ,
জাগাতে জাতিকে নব চেতনায়
তোমার বিকল্প নেই আগুপাছ।
আবু সাইফা- কবি ও সহ-সম্পাদক, মহীয়সী।