Ads

নেয়র মাখা ঘাসে

মাহফুজুর রহমান আখন্দ

কাঁঠাল পেড়ে শাদা শাড়ির মায়া
মনের কোণে শিউলি ফুলের ছায়া
শিউলি মানেই ভোরের কোমল হাওয়া
শিউলি মানেই স্নিগ্ধ পরশ পাওয়া

বকুল ঝরায় মন মাতানো ঘ্রাণ
শিউলি ডাকে ভোরের অভিমান
সকাল সকাল নেয়র মাখা ঘাসে
শিউলি বকুল খিলখিলিয়ে হাসে

কাশফুলেরা শাদা চুলে
প্রেমের বাহার ছড়ায়
নদীর মতো স্বপ্নপানি গড়ায়
নতুন আমেজ দমকা হাওয়ায়
শান্তি নামে ধরায়

শরৎ আনে ভালো লাগার ক্ষণ
শিউলি বকুল কাশফুলেরা
দেয় ভরিয়ে মন।
.
রাবি, ১২. ০৯.২০

মাহফুজুর রহমান আখন্দ কবি, সাহিত্যিক, গীতিকার  ও অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়। 

আরও পড়ুন