ফারহানা শরমীন জেনীঃ
ভীষণ এক প্রকম্পন আসবে তুমি বলেছ,কিন্তু আমি তখন তমসায় আচ্ছন্ন ছিলাম হে প্রভূ!
তুমি বলেছিলে ভূগর্ভে যা আছে প্রকম্পনের ভয়ে সব উগরে দিবে,কিন্তু আমি তখন বধীর ছিলাম প্রভূ!
আজ আমি প্রচন্ড কম্পনের মুখোমুখি, মাটির মাঝ থেকে বেরিয়ে আসছে আমার কর্মফল প্রভূ তোমার আদেশে!
আজ সবাই দলে দলে ভাগ হয়ে যাচ্ছে, আত্মার সম্পর্কিত আত্মীয় আজ বড় অচেনা, অথচ কর্মফলের খেরো খাতা খোলা!
কিঞ্চিৎ পরিমাণ ভালো কর্মফল আর কিঞ্চিৎ পরিমাণ খারাপ কর্মফল সব আজ খোলা ঠিক যেভাবে তুমি পৃথিবীকে সাজিয়ে ছিলে আমাদের সামনে!
তোমার পাঠানো মহাবার্তায় তুমি দিয়েছিলে মহাপ্রলয়ের সংবাদ, কিন্তু হায় প্রভূ আমি সেদিন হয়েছিলাম বুঁদ এক আলেয়ার নেশায়!
আজ প্রচন্ড প্রকম্পনে ছুটে গেছে নেশা, তমসা ভেদে ভেঙ্গেছে দিবানিদ্রা,কিন্তু আজ সব পথ রুদ্ধ হয়ে দাড়িয়েছি মহাবিচারকের কাঠগড়ায়!
লেখকঃ কবি, সাহিত্যিক ও সহ-সম্পাদক, মহীয়সী।